|
ফলো করুন |
|
|---|---|
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে’-এর আয়োজন করেছে ছাত্রলীগ। বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ।
তবে শুক্রবার জুমার দিন হওয়ায় সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে নামাজ আদায় করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগের সহসভাপতি মো. ফরহাদ আলী বলেন, সারা দেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের দিন হওয়ায় কাউকে যেন সমাবেশ থেকে বাইরে না আসতে হয়, তাই সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা করা হয়।
এদিকে সমাবেশ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতেই ঢাকায় এসেছেন ছাত্রলীগের জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা। অনেকে রাত কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের রুমে, মসজিদে, গেস্টরুম ও বারান্দায়। সকালে ঘুম ভাঙতেই তারা নাস্তা সেরে শোডাউন, মিছিল আর স্লোগানে জানান দিচ্ছেন তাদের উপস্থিতি। সমাবেশ কেন্দ্রকে অনেক ইউনিটই বানিয়েছেন বিশেষ টি-শার্ট, ক্যাপ।
ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আসা বাসসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মুহসীন হলের মাঠ ও রাস্তায়, কবি জসীমউদদীন হলের মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এদিকে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ
পরে বেলা ১২টার আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ শুরু করেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
