বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর আগেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে এসে জড়ো হন। দুপুরের পর সোহরাওয়ার্দীতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, রমনা, শাহবাগ এলাকায় জড়ো হন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। দুপুর পৌনে ২টায় শুরু হয় বৃষ্টি। এতে সমাবেশস্থলে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনার নিচে অবস্থান নেন।
ছাত্রলীগের সহসভাপতি সুরাপ মিয়া সোহাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। এ সমাবেশ থেকে ছাত্রসমাজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি নিজেদের সমর্থন জ্ঞাপন করবেন।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের নেতারা বলেন, এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। এখান থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজেদের পূর্ণ আস্থা জানাবে ছাত্রসমাজ। শপথ নেবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের।