যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে মিলে পুলিশ জনগণের ওপর অত্যাচার করছে: মিন্টু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের পুলিশকে এখন আওয়ামী পুলিশ লীগে পরিণত করেছে। যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে মিলে পুলিশ জনগণের ওপর অত্যাচার করছে।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রাজবাড়ী রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিশ্বের ৯৩টি দেশে ডেঙ্গুর প্রকোপ থাকলেও শুধুমাত্র বাংলাদেশেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নেই। সরকার এবং শহরগুলো যারা পরিচালনা করছেন তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেননি। তাই লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। এ অবস্থায় সরকারকে বিদায় করা আমাদের ইমানি দায়িত্ব।
অচিরেই এ সরকার পদত্যাগে বাধ্য হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও মানুষের অধিকার সব এই সরকার ধ্বংস করে দিচ্ছে। দলীয়করণের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষ খেতে পারছে না, সেদিকে সরকারের নজর নেই। তাদের নজর শুধু দুর্নীতি ও লুটপাট করা।
একই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, লেংড়া মশার আক্রমণে নমরুদের পতন হয়েছিল। আর ডেঙ্গু মশার কামড়ে বর্তমান জালিম সরকারের পতন হবে।
মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. শহীদউজ্জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জিএস সুরুজ আহমেদ, প্রভাষক বসির উদ্দিন, বসির আহমেদ বাচ্চু, হুমায়ুন কবীর রাজু, সরকার জাভেদ আহমেদ সুমন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, খন্দকার আলী হোসেন, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম বাবুল, ইদ্রিস আলী সরকার, মনিরুল ইসলাম মনির, ভিপি আসাদুজ্জামান নূর, বাবুল হোসেন, আব্দুর রহিম মাতবর, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন শাহিন, জেলা আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন, মহানগর কৃষক দল আহবায়ক আতাউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মইজউদ্দিন তালুকদার, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন অঙ্গ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শেষে নগরীর রাজবাড়ি রোডের ফুটপাতে ও দোকানে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।
