‘জনগণকে জিম্মি করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সফল হবে না’

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম বলেন, জনগণকে জিম্মি করে একটি অনির্বাচিত (তত্ত্বাবধায়ক) সরকারের আন্দোলন কোনোভাবেই সফল হবে না। জাতীয় পার্টি দেশের উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। তাই তিনি দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে আহবান জানান।

মঙ্গলবার বিকালে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বড়হিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক মিলন, মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বাবুল, উপজেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটির সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি উন্নয়ন মেলার অংশগ্রহণকারী বিভিন্ন অফিসের নির্মিত স্টলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন