Logo
Logo
×

রাজনীতি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার আহবান নজরুল ইসলাম খানের

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার আহবান নজরুল ইসলাম খানের

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ সফল করতে দলীয় নেতাকর্মীসহ জনগণের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ এক দফার দাবিতে রোডমার্চ সফল করার প্রস্তুতি সভায় তিনি এ আহবান জানান।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, দক্ষিণ জেলা আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা আহবায়ক এনায়েত উল্লাহ কালাম ও মহানগর আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম