Logo
Logo
×

রাজনীতি

গভীর রাতে বাসার দরজা ভেঙে এ্যানিকে নিয়ে গেল পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ এএম

গভীর রাতে বাসার দরজা ভেঙে এ্যানিকে নিয়ে গেল পুলিশ

ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে আটক করেছে পুলিশ। 

আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান।

বাসা এ্যানি পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম