Logo
Logo
×

রাজনীতি

বিএনপির কামরুজ্জামান রতনকে না পেয়ে ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

বিএনপির কামরুজ্জামান রতনকে না পেয়ে ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে গোয়ন্দা পুলিশ। পরে বাসায় রতনকে না পেয়ে তার ভাই মোহাম্মদ মূসা কলিমুল্লাহকে তুলে নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

কামরুজ্জামান রতন জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে আমার ও আমার ছোট ভাই   হাফেজ মোহাম্মদ মূসা কলিমুল্লাহর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে হয়রানিমূলক তল্লাশি চালায়। তারা আমাকে না পেয়ে আমার ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। মূসা কোনো দলের রাজনীতির সঙ্গে কোনোদিনও জড়িত ছিলেন না। 

রতন জানান, তার ভাই মূসা একজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের রোগী। তিনি দ্রুত তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

বিএনপি রতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম