Logo
Logo
×

রাজনীতি

ডিবি অফিসের খাবার খেলেন না মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৫০ এএম

ডিবি অফিসের খাবার খেলেন না মির্জা ফখরুল

ফাইল

গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে দেওয়া খাবার খাননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি।

রোববার রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে ফখরুলের জন্য খাবার নিয়ে আসেন তার বাসার দুই গৃহকর্মী।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা

এদিন সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 

বিএনপির কর্মসূচি ফখরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম