হরতাল শেষে আসছে নতুন কর্মসূচি
২৮ অক্টোবরের রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার হরতাল শেষ হচ্ছে। মঙ্গলবার বিরতি দিয়ে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিরোধী দলগুলো।
বিএনপি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। এরপর অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে আপাতত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি দিতে পারে বিএনপি।
বিএনপি সূত্রে জানা গেছে, বরি-সোমবারের হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঠিক করেছে বিএনপি।
এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।
বিএনপির আন্দোলনের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ ইতোমধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছেন।
২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। দ্বিতীয় দফা রবি ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে।
যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
হরতাল শেষে আসছে নতুন কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন
২০ নভেম্বর ২০২৩, ১৫:৩৮:২৩ | অনলাইন সংস্করণ
২৮ অক্টোবরের রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার হরতাল শেষ হচ্ছে। মঙ্গলবার বিরতি দিয়ে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিরোধী দলগুলো।
বিএনপি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। এরপর অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে আপাতত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি দিতে পারে বিএনপি।
বিএনপি সূত্রে জানা গেছে, বরি-সোমবারের হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঠিক করেছে বিএনপি।
এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।
বিএনপির আন্দোলনের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ ইতোমধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছেন।
২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। দ্বিতীয় দফা রবি ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে।
যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023