Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন জিএম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম

ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন জিএম কাদের

ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। 

সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।  
  
এর আগে রোববার বেলা ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। 

জাতীয় পার্টি নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছিলেন মুজিবুল হক চুন্নু। 

তিনি বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই। 

জাতীয় পার্টি মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। 

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

রংপুর-৩ আসন জাতীয় পার্টি মনোনয়ন জিএম কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম