ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
অ্যাডভোকেট সালমা ইসলাম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন।
সালমা ইসলাম বর্তমানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তিনি।
