Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-১৮ আসনে জাপার মনোনীত প্রার্থী শেরীফা কাদের

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১১:১২ পিএম

ঢাকা-১৮ আসনে জাপার মনোনীত প্রার্থী শেরীফা কাদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের।

এই খবরে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। 

সোমবার সন্ধ্যায় জাপা মহাসচিব কর্তৃক প্রার্থীদের নাম ঘোষণার পরপরই উত্তরায় আনন্দ মিছিল করে স্থানীয় উত্তরা পশ্চিম, পূর্ব, তুরাগসহ উত্তরখান, দক্ষিণখান এলাকার নেতাকর্মীরা।

ঢাকা-১৮ আসনে শেরীফা কাদেরকে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করায় সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় জাতীয় পার্টির সভাপতি মো. শরিফুল আলম সোহেলের নেতৃত্বে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি এসময় আব্দুল্লাহপুর-হাউজ বিল্ডিং হয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত শেরীফা কাদেরের বাসভবনে গিয়ে শেষ হয়। 

এ সময় উত্তরা পশ্চিম থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জলিল, উত্তরা পূর্ব থানা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মাসুমসহ জাতীয় পার্টির প্রায় ৩ শতাধিক অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নিযুক্ত সংসদ সদস্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে শেরীফা কাদেরের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালান স্থানীয় নেতাকর্মীরা।

জাপা শেরিফা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম