Logo
Logo
×

রাজনীতি

শাহজাহান ওমরকে চাপ দেওয়া নিয়ে দুদিন আগে যা বলেছিলেন বিএনপি নেত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

শাহজাহান ওমরকে চাপ দেওয়া নিয়ে দুদিন আগে যা বলেছিলেন বিএনপি নেত্রী

‘রাজবন্দিদের স্বজন’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। 

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ওইদিন ‘রাজবন্দিদের স্বজন’ ব্যানারে এক মানববন্ধনে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে সরকারের তৈরি করা কিংস পার্টিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। 

সেলিমা রহমান বলেন, শাহজাহান ওমরের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সরকার কিংস পার্টিতে যোগ দিতে শাহজাহানকে নানাভাবে চাপ দিচ্ছে। কিন্তু শাহজাহান ওমর সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কিংস পার্টিখ্যাত অখ্যাত এসব দলে যোগ দেবেন না।  

তবে পরিবারের সদস্যদের বরাতে সেলিমা রহমান মঙ্গলবার এমন দাবি করলেও দুইদিন পর এ বিষয়ে শাহজাহান ওমর নিজেই সব পরিস্কার করলেন।  

বৃহস্পতিবার রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শাহজাহান ওমর। 

তিনি বলেন, আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব। 

শাহজাহান ওমরকে ৪ নভেম্বর রাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।  
 

শাহজাহান ওমর চাপ বিএনপি নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম