Logo
Logo
×

রাজনীতি

ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।  ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন।

এদিকে শনিবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতালে ব্যারিস্টার মইনুল হোসেনের লাশ দেখতে যান ডাক্তার জাহিদ। এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।

বিএনপি মোশাররফ হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম