রাজধানীতে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার খিলক্ষেতের অন্বেষণ স্কুলকেন্দ্র এলাকায় ভোট শুরুর আগে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
খিলক্ষেত থানার ওসি শেখ আমিনুল বাশার এ বিষয়ে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ককটেল বিস্ফোরণে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব।
শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজি ছাড়া অন্য কোনো গণপরিবহণ নেই রাস্তায়।
তবে হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।
এবারের নির্বাচনে রয়েছে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল। তবে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা দলগুলো। ২৯৯ আসনের মধ্যে ২৬৬টিতে লড়ছে ক্ষমতাসীনরা। যাতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা।
