Logo
Logo
×

রাজনীতি

‘হিরো আলম ভয় পায় না, সবাই জানে’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

‘হিরো আলম ভয় পায় না, সবাই জানে’

সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

নির্বাচনের ঠিক আগের দিন হিরো আলম বলেন, ‘হিরো আলম ভয় পায় না, ভোটাররা সবাই জানে। নির্বাচন ও জনগণের সেবা করতে গেলে বুকে সাহস লাগে। আমার সেই সাহস রয়েছে।’

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমার আসনে নির্বাচন মনে হয় সুষ্ঠু হবে না। যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তা হলে আমি জয়ী হব। আমাকে সাধারণ ভোটাররা কথা দিয়েছেন। এবার তারা আমাকে ভোট দেবেন। আমিও সাধারণ মানুষের উৎসাহ, ভালোবাসা ও সাহস নিয়ে নির্বাচনের মাঠে এগিয়ে চলছি।’

সাধারণ ভোটারদের ভোট দেওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘সবার উদ্দেশ্যে বলছি— কেউ ভয় পাবেন না। সাহস নিয়ে সবাই ভোটকেন্দ্রে এসে আমার নির্বাচনি প্রতীক ডাব মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে সুখে-দুঃখে সব সময় সবার পাশে থাকব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হিরো আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম