ছুটির দিনে বিএনপির হরতাল তামাশা: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট-১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, টানা তিন দিনের ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে যেভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে, আমরা চিন্তিত নই। আর ছুটির দিনে বিএনপির হরতাল এটা ঢং, তামাশা।
রোববার সকালে সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, গত সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়েছিল। এবারের নির্বাচনে তারচেয়ে একটু কম বা বেশি ভোট পড়তেই পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রেই ৩৮ শতাংশ, ৪৪ শতাংশ ভোট পড়ে।
