Logo
Logo
×

রাজনীতি

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম 

অ্যাডভোকেট সালমা ইসলাম। ছবি: যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম।  

রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্রে সমর্থন করেন হাফিজ উদ্দিন আহম্মেদ।  

এর আগে বৃহস্পতিবার দলটির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান নূরুন নাহারকেও মনোনয়ন দিয়েছে দলটি। 

বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতির পাশাপাশি সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 

এর পর ২০১৪ সালের নির্বাচনে তিনি ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়নপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম