Logo
Logo
×

রাজনীতি

কেন বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে, যা বললেন আলাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৫৭ পিএম

কেন বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে, যা বললেন আলাল

সংগঠনকে পুনর্বিন্যাস করে চলমান আন্দোলন আরও জোরদারের কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, ৫ বছর অপেক্ষা করার কোনো সুযোগ নেই।  মুক্তিযুদ্ধের যে মূলভাবধারা নিয়ে এ দেশের মানুষ রক্ত দিয়েছে- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, এগুলো তো আওয়ামী লীগ গিলে খেয়ে ফেলেছে। সেগুলো পুরুনদ্ধারের জন্য যে সংগ্রাম প্রয়োজন আমরা আবার শুরু করব। চলমান যেসব আন্দোলন রয়েছে সেগুলো জোরদার এবং সংগঠনকে পুনর্বিন্যাস করা এগুলো আমাদের পরিকল্পনায় রয়েছে। 

সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।  

বিএনপি ১৭ বছর ক্ষমতা পরিবর্তন করতে পারেনি, সামনে জনগণ কিভাবে তাদের কথা বিশ্বাস করবে- এমন প্রশ্নের উত্তরে আলাল বলেন, জনগণের বিশ্বাস করার বিষয়টি দোদুল্যমান থাকতে পারে কিন্তু আমাদের সংকল্প বা প্রতিজ্ঞার মধ্যে কোনো দোদুল্যতা নাই। সারা পৃথিবীতে এটি প্রমাণিত যে-যেখানে লড়াই অব্যাহত ছিল সেখানে জয়লাভ হয়েছে। যেমন ইয়েমেনের হুতিরা, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস- তারা বড় বড় শক্তিগুলোকে নাড়িয়ে দিচ্ছে না? হয়তো আমাদের কৌশল পরিবর্তন করতে হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলে মনি করি না।   

তাহলে বিগত ১৭ বছর আপনাদের মধ্যে কোনো সমস্যা ছিল কি না- এর উত্তরে বিএনপির এই নেতা বলেন, আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের যেসব নেতারা জেলে ছিলেন আর যারা বাইরে থেকে সংগ্রাম করেছেন তাদের সঙ্গে পর্যালোচনা করে কৌশল নির্ধারণ করতে হবে। তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ। 

বিএনপিতে নেতৃত্বের অভাব নেই মন্তব্য করে আলাল বলেন, হয়তো কিছুটা পুনর্বিন্যাস করতে হবে। কিন্তু নেতৃত্বের কোনো ব্যর্থ্যতা নেই।  

বিএনপি ক্ষমতা আলাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম