Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ ফিনিক্স পাখির মতো: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৭:৫০ পিএম

আ.লীগ ফিনিক্স পাখির মতো: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বার বার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। খণ্ড-বিখণ্ড করার চেষ্টা হয়েছিল। কিন্তু গণমানুষের দল বলেই বার বার জেগে উঠেছে। ঠিক ফিনিক্স পাখির মতো৷ কারণ আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা কখনো পরাভব মানে না।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি আমাদের দলের প্রতিটি পদক্ষেপের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির যতটুকু অর্জন সেটি আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। 

আওয়ামী লীগ ছেড়ে তারা হারিয়ে গেছেন: শেখ হাসিনা

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো মাথানত করে না। বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন। আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। যেসব নেতা ভুল করেছেন, তারা বোঝেননি। চলে যাওয়ায় হারিয়ে গেছেন। হ্যাঁ, অনেকে ফিরে এসেছেন, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনো সরকার পতনের আন্দোলন করছেন।
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম