|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থানে’ শেখ হাসিনা সরকারের পতন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বৃহস্পতিবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি।
এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী শান্তি-শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, সহিংসতা প্রতিরোধ কমিটি গঠনসহ নানা কর্মসূচি পালন করেছেন।
যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর:
চান্দিনায় উপজেলা বিএনপি’র আহবায়ক আতিকুল আলম শাওনের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. আতিকুল আলম শাওন। উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপি’র আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র শাহ-মোহাম্মদ আলমগীর খান, যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ।
ভৈরব থানা পরিদর্শন করলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজি শাহিন, মুজিবুর রহমানসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদারের পরিচালনায় বক্তব্য দেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, পল্লীচিকিৎসক সাইদুল ইসলাম, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হাসান, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন হয়েছে। বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আ. হাই হাওলাদার, সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মিঠু।
মানিকগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতে বিএনপি শান্তি সমাবেশ করেছে।
বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজ খান রিতা। সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু।
চাঁদপুর মতলব উত্তরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য আরামিন সরকার, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌরসভা বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
পটুয়াখালীতে জেলা বিএনপির সদস্য সচিব øেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন হয়েছে। এতে রয়েছেন জেলা যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক সদস্য বাহার উদ্দিন, যুবদল যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদল দপ্তর সম্পাদক আবদুল-আল নোমান, ছাত্রদল সাবেক আহবায়ক এইচ এম ইয়াকুব, জেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক গাজী সানী।
ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে হামলা-ভাঙচুর রুখতে প্রচারণা শুরু হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
মীরসরাইয়ে শান্তি সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। ৫ নং ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লাভলু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব ফরিদুল ইসলাম। বক্তব্য রাখেন বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কবির, উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন।
দুর্গাপুরে নাশকতার বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহবায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গনি, উপজেলা যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্ক।
বেলাবতে নিলক্ষীয়া কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সরকার। লায়েছ আক্রামের পরিচালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপত জিয়াউল কবীর, যুগ্ম সম্পাদক লতিফুর রহমান সরকার, ছাত্রদল নেতা সোহরাব হোসেন।
হালুয়াঘাটে বিএনপি নেতা আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে কারামুক্ত নেতাদের সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রাজবাড়ীতে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান কমিটির সদস্য নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদস্য কেএ সবুর শাহিন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল।
