আন্দোলনে নিহত ছাত্র সাদের পরিবারের পাশে তারেক রহমান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পিএম
শোকাহত পরিবারের প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতা
ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শহিদ সাদের শোকাহত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ধামরাইয়ে আফিকুল ইসলাম সাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম ও মোহন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, যুগ্ম-আহবায়ক মীর আকিব, ইঞ্জিনিয়ার শাহিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল মাতবর, সাগর, আলমগীর হোসেন, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতারা।
আফিকুল ইসলাম সাদ গত ৫ আগস্ট ধামরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়।