Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশ এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম, মহাসচিব টিটু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম

বাংলাদেশ এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম, মহাসচিব টিটু

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) ৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সেলিম এবং মহাসচিব তমিজ উদ্দিন টিটু।

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটু, অতিরিক্ত মহাসচিব এমএ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ। দলটির পূর্বের চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার অনুমতিক্রমে বাংলাদেশ এলডিপির নতুন কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। আবদুল করিম আব্বাসীকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সেলিম বিগত কমিটির মহাসচিব ছিলেন।

সৈয়দ ইব্রাহিম রওনকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ১২ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, বাংলাদেশ এলডিপির নেতা এমএ বাসার, সাকি এনামুল হক, মাহউদ্দিন আহাম্মদ, বাংলাদেশ এলডিপি যুবদলের আহ্বায়ক এসএম ফয়সাল, মহিলা দলের আহ্বায়ক নিলা শেখ প্রমুখ।

এলডিপি চেয়ারম্যান মহাসচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম