Logo
Logo
×

রাজনীতি

সুবর্ণচরে শীতার্তদের কম্বল উপহার দিল দেশমাতা ফাউন্ডেশন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

সুবর্ণচরে শীতার্তদের কম্বল উপহার দিল দেশমাতা ফাউন্ডেশন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সব ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশমাতা ফাউন্ডেশন।

শুক্রবার এই কর্মসূচি পালন করে ফাউন্ডেশনটি।

দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কম্বল বিতরণে অংশ নেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম কিরণ, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কাজী ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এবার নোয়াখালী জেলার সদর, সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী পৌরসভার শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।

দেশমাতা ফাউন্ডেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম