Logo
Logo
×

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন। এতে আহ্বায়ক করা হয়েছে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতউল্লাহ ফাহাদকে।

৩৮২ সদস্যের কমিটিতে সদস্য সচিব করা হয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে। আর এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লবকে মূখ্য সংগঠক এবং একই কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরাকে মুখপাত্র করা হয়েছে।

কমিটিতে ৩৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ৩৮ জনকে যুগ্ম সদস্য সচিব এবং ৩৪ জনকে সংগঠক করা হয়েছে। বাকিদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আহবায়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, আগামী সপ্তাহ থেকেই আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন শুরু হবে। যারা বাদ পড়েছেন তাদেরকে এই সকল কমিটিতে রাখা হবে।

পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম