Logo
Logo
×

রাজনীতি

দলীয় নেতাদের নিয়ে বইমেলায় জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

দলীয় নেতাদের নিয়ে বইমেলায় জামায়াত আমির

বইমেলায় ‘হাফেজ্জী হুজুরের রাজনীতি’ বই হাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন করেন তিনি। 

বিবিসি জানিয়েছে, দেশের স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন।

জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

জামায়াত আমির বইমেলায় যাবেন, সে ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল।

বইমেলা জামায়াতে ইসলামী জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম