Logo
Logo
×

রাজনীতি

আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন: জামায়াত নেতা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরি করা দুই কোটি ভুয়া ভোটার। এসব ভুয়া ভোটার তালিকা বাতিল করে স্বচ্ছ ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে দ্রুততম সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দিতে হবে। 

বৃহস্পতিবার রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

সম্মেলনে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার জেলা আমির ও সেক্রেটারিরাসহ উপজেলা-থানা আমির উপস্থিত ছিলেন। 

রফিকুল ইসলাম খান নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম