Logo
Logo
×

রাজনীতি

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার সকালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব।

অসুস্থতার বিষয়ে তিনি বলেন, অমর একুশে বই মেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম