Logo
Logo
×

রাজনীতি

‘সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে যুব সমাজকে সুরক্ষা দেওয়া হবে’

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৭ এএম

‘সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে যুব সমাজকে সুরক্ষা দেওয়া হবে’

ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে তরুণ ও যুব সমাজকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী।

বুধবার বিকালে রাজধানীর ডেমরা থানাধীন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের হাজিনগর ইউনিট বিএনপি'র আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাশাপাশি গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারসহ আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইউনিট বিএনপি'র সভাপতি মো. হাফিজুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রতি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. আনিসুজ্জামান।

নবী উল্লাহ নবী ও মো. আনিসুজ্জামান তাদের বক্তব্যে বলেন, কিছু উঠতি বয়সের তরুণ ও যুব সমাজ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিসহ সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। ইতিমধ্যে ঢাকা-৫ আসনে ওইসব কুচক্রীরা নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে যা নিয়ন্ত্রণহীন মনে করছে সাধারণ মানুষ। আর সমাজে এসব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের কতিপয় প্রেতাত্মাদের নেতৃত্বে। তাই সমাজের বর্তমান কীট কিশোর গ্যাং নির্মূলসহ অপরাধ সৃষ্টিকারী তরুণ ও যুব সমাজকে প্রতিরোধ করে ভালো মানুষে রূপান্তর করবে ঢাকা-৫ আসন বিএনপি। একই সঙ্গে একযোগে কাজ করে ডেমরা থানা এলাকা কেউ সুশৃংখলভাবে গড়ে তুলতে জরুরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে ডেমরা থানা বিএনপি। এ লক্ষ্যে সমাজের মুরুব্বিয়ানদের সমন্বয়ে পূর্বের পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে সমাজ পরিচালনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা মো. মনির হোসেন খান, মো. সকাল, মো. আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক  কবির হোসেন ভূঁইয়া, ডেমরা থানার যুব নেতা মো. প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি রুবেল আহমেদ রানা ডেমরা থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক মো. শ্যামলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম