Logo
Logo
×

রাজনীতি

‘আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:৪২ এএম

‘আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত’

ছবি: সংগৃহীত

স্বাধীনতাহীন জাতির কোনো অধিকারের গ্যারান্টি থাকে না; তাই অর্জিত স্বাধীনতা সুসংহত ও অর্থবহ করে গণমানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। 

বুধবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা  মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু সাঈদ  মণ্ডল, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ প্রমুখ।

আব্দুর রহমান মূসা বলেন, আমাদের স্বাধীনতা জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করার জন্য জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছে। ৫ আগস্ট বিপ্লবেও আমরা ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।

তিনি মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাত বরণকারী জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আব্দুর রহমান মূসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম