খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে ব্যবস্থা: হাসান মামুন
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন, দলের কোনো নেতাকর্মীর কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারো দ্বারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির কেউ কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকালে উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ও সহসভাপতি মোফাজ্জেল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসান মামুন বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো অনিশ্চয়তার মধ্যে। এখনো নির্বাচন অনিশ্চিত। কবে নির্বাচন হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের বিজয় নিশ্চিতে দলের সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে।
হাসান মামুন এ সময় মানুষের কল্যাণে ও দেশের যেকোনো প্রয়োজনে সবাইকে কাজ করার অনুরোধ জানান।
