Logo
Logo
×

রাজনীতি

ঈদে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ফুলেল শ্রদ্ধা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

ঈদে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ফুলেল শ্রদ্ধা

পবিত্র ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এদিন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন  দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবীব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানহগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাকর্মীরা।

এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

ফখরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম