Logo
Logo
×

রাজনীতি

দিল্লি-আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলমান থাকবে

Icon

হাজীগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

দিল্লি-আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলমান থাকবে

দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জের পৌরসভার টোরাগর এলাকায় শহিদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাব।

তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম