Logo
Logo
×

আওয়ামী লীগ

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ, থাকেন অন্য দেশে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পিএম

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ, থাকেন অন্য দেশে

গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার নেতাকর্মীরা ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। কিছু নেতা দেশে কিছুদিন পালিয়ে থাকার পর গ্রেফতার হন।

হাসিনা সরকারের অন্যতম শক্তিশালী মন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তাকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। 

তিনি দেশে নেই—এমন গুঞ্জন ছিল। এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ছবিতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন তিনি। 

আরেকটি ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।

ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা গণমাধ্যমকে বলেন, ছবিতে হাছান মাহমুদের ডান পাশের দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা।

তিনি আরও বলেন, হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন। লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসেছেন।

ওই সাংবাদিক আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।

আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম