Logo
Logo
×

রাজনীতি

শহিদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত: শিবির সভাপতি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পিএম

শহিদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত: শিবির সভাপতি

ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা নিজেদের শহিদের উত্তরসূরি মনে করেন, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি, শহিদদের রক্তের বদলা নেওয়ার জন্য, তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি।

তিনি বলেন, বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়; অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র কায়েম করতে দেবো না।

বুধবার রাতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার ব্যানারে আয়োজিত শহিদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের ২৩৪ জন শহিদ হয়েছেন। এক হাজারেরও বেশি সদস্যকে গুম করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, আইন সম্পাদক আরমান হোসেন পাটওয়ারী, প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি জাহিদুল ইসলাম, ডুয়েট সভাপতি ইব্রাহিম খলিল, লক্ষীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

লক্ষ্মীপুর ছাত্র শিবির শহিদ ফ্যাসিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম