Logo
Logo
×

রাজনীতি

মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ

পবিত্র ওমরাহ পালনের জন্য গত ৩০ মার্চ সপরিবারে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তার আগামী ১০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

রোববার ওমরাহ পালনকালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শফিকুল ইসলাম মাসুদ। পরে ফিলিস্তিনবাসীর জন্য অঝোরে চোখের পানি ফেলে দোয়া করেন তিনি।

মাসুদ কান্নারত অবস্থায় বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফিলিস্তিন, প্রিয় গাজা। আমার ভাই ও বোনেরা, কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি- আল্লাহ সুবাহানাহু তায়ালার কাছে, কাবার মালিক যেমন হস্তিওয়ালাদের দমন করেছিলেন এবং মুসলমানদের হেফাজত করেছিলেন, আল্লাহ তায়ালা যেন আমার ফিলিস্তিনিদের হেফাজত করেন। আমার গাজাকে হেফাজত করেন।

তিনি আরও বলেন, হে আল্লাহ আমার ভাইবোনদের হেফাজত কর। প্রিয় ফিলিস্তিন আমরা এ কাবার চত্বরে আছি। আমাদের শরীরটা এখানে পরে আছে। কিন্তু আমাদের হৃদয়টা তোমাদের সঙ্গে আছে। আমরা আসব। আমরা তোমাদের সঙ্গে গাজি হব। আমরা তোমাদের সঙ্গে শহিদের কাতারে মিলিত হবে। তোমাদের কেউ হারাতে পারবে না। তোমরা হারলে হেরে যাবে পৃথিবী।

মাসুদ বলেন, প্রিয় ফিলিস্তিন- তোমাদের বিজয় দিয়েই শুরু হবে মুসলিম বিশ্বের উম্মাহর বিজয় নিশান। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ফিলিস্তিনির জন্য পুরো মুসলিম উম্মাহ একত্রিত হওয়া খুব জরুরি হয়ে পড়েছে। কাল কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কী জবাব দেব। আল্লাহ প্রিয় ফিলিস্তিনকে দয়া কর। আল্লাহ প্রিয় ফিলিস্তিনকে সাহায্য কর।

তিনি আরও বলেন, পবিত্র এ কাবাঘরে দাঁড়িয়ে আমার নিজের পরিবারের কথা বলতে ইচ্ছে করে না। কাবার মালিকের কাছে বলতে ইচ্ছে করে- মালিক! তুমি হস্তিওয়ালাদের দমন করেছ। সামুদ জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ, আপনি ইসরাইলকে তাদের মতো ধ্বংস করে দেন। আল্লাহ নেতানিয়াহুর মতো নরপিচাশকে আপনি ধ্বংস করে দেন। আমিন।

ওমরাহ সৌদি আরব বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম