Logo
Logo
×

রাজনীতি

টকশোতে না নিতে ‘রাজনৈতিক চাপ’, যা বললেন এনসিপির তুষার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

টকশোতে না নিতে ‘রাজনৈতিক চাপ’, যা বললেন এনসিপির তুষার

ফাইল ছবি

টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেই জন্য প্রডিউসারদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রেফাইল থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ভেবেছিলাম এড়িয়ে যাব। কিন্তু না বলে আর পারা যাচ্ছে না। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য নাকি প্রডিউসারদের চাপ দেয়া হচ্ছে! গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে তিনজন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন। তাদের ওপর নাকি ‘রাজনৈতিক চাপ’ আছে! তারা নাকি ‘চেষ্টা’ করছেন আমাকে টকশোতে রাখার!

এনসিপির এই নেতা বলেন, টকশোতে যেতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু এই ‘রাজনৈতিক’ চাপ জিনিসটা কী? কারা আমাকে টকশো থেকে সরাতে চায়? কেন?

 

জাতীয় নাগরিক পার্টি সারোয়ার তুষার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম