Logo
Logo
×

অন্যান্য

‘আ.লীগের কবর বাংলাদেশে হবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

‘আ.লীগের কবর বাংলাদেশে হবে না’

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ওসমান হাদি বলেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনি প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। 

এ সময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম