‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সঙ্গে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।
ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে তা- হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায়-অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন- তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পশ্চিমা সংস্কৃতির লিফলেট মাত্র।যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।
ইমতিয়াজ আলম সংস্কার দেওয়া প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।
