Logo
Logo
×

অন্যান্য

প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে: নুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম

প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে: নুর

প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।প্রশাসনের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২-১টি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই- যারা দলবাজি করবে, তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে।

শুক্রবার মোহাম্মদপুরে বসিলা বাসস্ট্যান্ড এলাকায় গণসমাবেশ তিনি এ অভিযোগ করেন।

নুর বলেন, ‘গণঅভ্যুত্থানের ৮ মাসেও গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে।জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণেই অভ্যুত্থানের ৮ মাস পার হলেও নিরীহ ছাত্র-জনতার ওপর যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে- তাদের বিচার করা সম্ভব হয় নাই।’

তিনি বলেন, ‘সড়ক-পরিবহণ, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজি-দখলবাজি চলছে।কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের রাজনৈতিক নেতারা শেল্টার দিচ্ছে। জনগণ এগুলো পছন্দ করছে না। এদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নুর বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন সংস্কার। তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কোনো ধরনের ভাঁওতাবাজি চলবে না। জুলাই গণহত্যার বিচারের কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণঅধিকার পরিষদ।’

তিনি বলেন, ‘তরুণ সমাজ ফ্যাসিবাদ হটিয়েছে, তাই আগামী দিনের নেতৃত্ব তরুণ সমাজকেই দিতে হবে।’

দেশকে স্থিতিশীল করতে এই মুহূর্তে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি

প্রশাসন দলবাজি গণঅধিকার পরিষদ নুরুল হক নুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম