Logo
Logo
×

রাজনীতি

পার্থর দলের সঙ্গে বৈঠকে বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

পার্থর দলের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  রোববার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দুপক্ষের মধ্যে এই আলোচনা লিয়াজোঁ কমিটির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

বৈঠকে বিজেপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের।

দুই দলের এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মপন্থা এবং ঐক্য গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি আন্দালিব রহমান পার্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম