Logo
Logo
×

সারাদেশ

রায়পুরে কৃষকদলের সদস্য সচিবকে অব্যাহতি

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

রায়পুরে কৃষকদলের সদস্য সচিবকে অব্যাহতি

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার কৃষকদলের সদস্য সচিব জিএম শামিম গাজিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ এপ্রিল রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে জিএম শামীম গাজি ও বিএনপি নেতা ফারুখ কবিরাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদলকর্মী স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান মারা যান। সংঘর্ষের ৯ দিন পর সংঘর্ষে আহত সেচ্ছাসেবকদলকর্মী জসিমও হাসপাতালে মারা যান। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

রায়পুর কৃষকদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম