Logo
Logo
×

রাজনীতি

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন সনাতন ধর্মের ৭২ নারী-পুরুষ

Icon

এস এম পারভেজ, পিরোজপুর

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন সনাতন ধর্মের ৭২ নারী-পুরুষ

১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দলীয় গণসংযোগ শেষে পিরোজপুর জেলা জামায়াতে যোগ দিলেন সনাতন ধর্মের অন্তত ৭২ নারী-পুরুষ। দলীয় ফরম পূরণ করে সদর ও ইন্দুরকানী উপজেলার মোট ৭২ জন জেলা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম।

পরিসংখ্যান অনুযায়ী- পিরোজপুর সদরে ২০ জন এবং ইন্দুরকানী উপজেলায় ৫২ জন জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর প্রতি একাত্মতা ও দলীয় ফরম পূরণ করে তারা দলে যোগ দিয়েছেন বলে জানান জেলা সেক্রেটারি জহিরুল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে মাসুদ সাঈদী সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগ করেন। এ সময় মাসুদ সাঈদীর আহ্বানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন সদর উপজেলার- কুণ্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুণ্ডু, নিতাই কুণ্ডু, অচিন কুণ্ডু, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মণ্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

কয়েকটি সংক্ষিপ্ত পথসভায় মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ জামায়াতের প্রতি যে ভালোবাসা এবং আমার আব্বাহুজুর প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি মমত্ববোধ ও কৃতজ্ঞতা এটা তারই বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন জামায়াতের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। 

সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণ বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র ও সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী।

অন্যদিকে ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন জানান, তার নিজ উপজেলা ইন্দুরকানীতে আরও ৫২ সনাতন ধর্মাবলম্বী মানুষ দলে যোগ দিয়েছেন।

গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আবদুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর সনাতন ধর্ম জামায়াতে ইসলামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম