|
ফলো করুন |
|
|---|---|
বেশি দরে বীজ আলু ক্রয় করে উৎপাদিত আলু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হয়েছেন। এমতাবস্থায় কৃষি মন্ত্রণালয়ের কাছে বীজ আলুর দর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চাষিরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধনে ওই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তৃতা করেনÑবিএডিসি চুক্তিবদ্ধ চাষি ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন মিলন, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ শামসুদ্দোহা তাপস, সদস্য মো. আব্দুর রাজ্জাক, মধুপুর জোনের সভাপতি এফআর মুকুল, কুড়িগ্রাম জোনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, রাজশাহী জোনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে আমরা বিএডিসি থেকে ভিত্তি বীজ ক্রয় করেছিলাম ৪৮-৫৪ টাকা দরে। ওই সময়ে উৎপাদিত বীজ আলুর দর পেয়েছি ৩৫-৩৭ টাকা কেজি। অথচ বাইরে আলুর দর ছিল ৭০-৮০ টাকা। কিন্তু আমরা বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ বিধায় বাইরে কোনো আলু বিক্রি না করে বিএডিসির চাহিদামতো আমরা বীজ সরবরাহ করেছি। যার ফলে বিএডিসি ব্যাপক লাভবান হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি ভিত্তি বীজের দাম নিয়েছে ৬০ থেকে ৬২ টাকা দরে। এত উচ্চমূল্যে বীজ, সার, কীটনাশক, ব্যবহার করে বীজের উৎপাদন খরচ বেড়ে অঞ্চলভেদে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
