রাজনৈতিক অস্তিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:৩১ পিএম
সাংবাদিক ইলিয়াস হোসেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করেই বিরোধ লক্ষ করা যাচ্ছে। বিএনপি-জামায়াত-এনসিপির মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। দলগুলোর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের ওপর বিদ্বেষ ছড়াচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বুধবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে। এর জন্য জামাত-শিবিরের কর্মীদের নামে ফেইক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্ট আর পোস্ট দেওয়া হচ্ছে। একই সাথে বিএনপির কর্মীদের নামে ফেইক আইডি খুলে জামাত-শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট-কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। হারপিক মজুমদারের (নিঝুম মজুমদার) একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী/ছাত্রলীগ আর সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা। তাদের অভ্যন্তরীন একটি গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরেছি অতএব বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো৷’
আরও পড়ুন
ভারতে ইউটিউব চ্যানেল ব্লক, আইনি পদক্ষেপের ঘোষণা ইলিয়াসের
গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে গত শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। পরে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়াও উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
