Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রাম বন্দর নিয়ে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে: ইসলামী আন্দোলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৪:৪৭ এএম

চট্টগ্রাম বন্দর নিয়ে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশে নির্বাচিত সরকার নেই। সে কারণে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নিতে হবে। 

সোমবার এক বিবৃতিতে মাওলানা ইউনুস আহমেদ বলেন, এই সরকারের প্রধান কাজ সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা; কিন্তু সরকার তার মূল লক্ষ্যের বাইরে এমন সব কাজে সম্পৃক্ত হচ্ছে, যা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে। জনতা ও দলগুলোর মধ্যে অবিশ্বাস ও সন্দেহ তৈরি করছে। অন্তর্বতী সরকারকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, কেন নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো আলোচনা নেই। এই বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া করা যাবে না। দেশে যেহেতু নির্বাচিত সরকার নেই, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সরকারকে সতর্ক করে মাওলানা ইউনুস আহমেদ বলেন, ‘বিতর্ক এড়িয়ে জুলাই অভ্যুত্থানকে সার্থক করতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা, মৌলিক সংস্কারকাজকে গতিশীল করা এবং অর্থনীতিকে সবল করার কাজে মনোযোগ দিন। রাষ্ট্র সংস্কারের মৌলিক কাজে ব্যর্থ হলে জুলাইয়ের রক্ত আমাদের ক্ষমা করবে না।’

চট্টগ্রাম বন্দর সর্বদলীয় বৈঠক ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম