Logo
Logo
×

অন্যান্য

গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ডিএনসিসির প্রশাসককে অপসারণ করে গ্রেফতারের আলটিমেটাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৩৮ পিএম

ডিএনসিসির প্রশাসককে অপসারণ করে গ্রেফতারের আলটিমেটাম

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। 

মঙ্গলবার বিকালে সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিএনসিসি ভবনের সামনে তারা এ বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় তারা শনিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন।
 
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরের পর ডিএনসিসি ভবনের সামনে জড়ো হতে থাকে পরিষদের নেতাকর্মীরা। দুই ঘণ্টারও বেশি সময় ৫ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় তারা দফা এক দাবি এক এজাজের পদত্যাগ; সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না; জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না; এজাজের ঠিকানা এই বাংলায় হবে নাসহ নানা স্লোগান দেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। সরকারের নানা কর্মকাণ্ড আমাদেরকে অনেককিছু ভাবায়। উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তর সিটি করপোরেশন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছেন, যা শহিদদের রক্তের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার যমুনা ঘেরাও করা হবে।

মানবিক করিডরের বিষয়ে ফারুক হাসান বলেন, ইন্টেরিম সরকার মানবিক করিডরের নামে দেশবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে না এলে আবারও আন্দোলনের দাবানল জ্বলবে। দেশের প্রশ্নে কোনো ছাড় হবে না। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে মানবিক করিডর দিতে দেওয়া হবে না। আমার দেশের সেন্টমার্টিনে আমরা কেন যেতে পারব না, সেখানে কি হচ্ছে, কি ঘটছে সেটা জনগণকে জানতে হবে। দেশকে কোনো অবস্থায় পশ্চিমাদের হাতে তুলে দেওয়া যাবে না।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতাকে কারা কত টাকার বিনিময়ে এই পদে বসিয়েছিল, সেটা তদন্ত করে বের করতে হবে। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না।

দলের উচ্চতর পরিষদের আরেক সদস্য আব্দুজ জারের বলেন, হিজবুত তাহরীর নেতা এজাজকে ঢাকা সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। নিষিদ্ধ গোষ্ঠীকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়ায় আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক গ্রাউন্ড হারিয়েছেন।

গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিক্ষোভ মিছিলে সঞ্চালনা করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, রবিউল হাসান, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ গণঅধিকার পরিষদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম