রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে: নূর
যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতা চলছে কিছু গোষ্ঠীর স্বার্থে। আমাদের এই নতুন প্রজন্মের রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে।
শুক্রবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোল চত্বর এলাকায় রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার’র লক্ষ্যে রূপগঞ্জে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ভিপি নূর বলেন, গণঅধিকার পরিষদ বিশ্বাস করে মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।
বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে উলেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনেরও কথা বলেন।
গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি শহিদুল্লাহ খান।
