Logo
Logo
×

রাজনীতি

ইশরাককে শপথ না করালে আদালত অবমাননা মামলা: ব্যারিস্টার মাহবুব

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:০০ পিএম

ইশরাককে শপথ না করালে আদালত অবমাননা মামলা: ব্যারিস্টার মাহবুব

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২৬ মের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করালে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। নির্বাচন কমিশন কতৃক গেজেট প্রকাশ হওয়ার পর সংবিধান অনুযায়ী শপথের ব্যবস্থা করা মন্ত্রণালয়ের দায়িত্ব। 

শনিবার বিকালে চাটখিল উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করা। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে পৌরসভার দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া বসরী প্রমুখ। 

নোয়াখালী ইশরাক মাহবুব শপথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম