দুই ছাত্র উপদেষ্টাসহ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চায় গণঅধিকার পরিষদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৪:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দুই ছাত্র উপদেষ্টাসহ বিতর্কিত উপদেষ্টার অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, হিযবুত তাহরীরের নেতা ঢাকা উত্তরের প্রশাসককেও অপসারণের দাবি জানিয়েছেন।
রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় গণঅধিকার পরিষদের পক্ষ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে । তার মধ্যে রয়েছে -সামরিক বাহিনীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব কমানো, রাজনৈতিক দলসমূহকে যথাযথ মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ। সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং নির্বাচনের অন্তত একটি সুনির্দিষ্ট মাস জানানো। বিদেশিদের বন্দর ও করিডর প্রদান বিষয়ের সিদ্ধান্ত থেকে সরে আসা।
